গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলুন পেমেন্ট ছাড়াই: অনুশীলন করুন নিশ্চিন্তে!

গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলুন পেমেন্ট ছাড়াই: অনুশীলন করুন নিশ্চিন্তে!

গুগল অ্যাডস (Google Ads) বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের এক অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম। বিজ্ঞাপনদাতারা তাদের পণ্য বা সেবার প্রচারের জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। কিন্তু আপনি যদি কেবল শিখতে বা অনুশীলন করতে চান, তাহলে প্রথমেই পেমেন্টের ঝামেলায় জড়ানোটা বেশ ঝামেলার মনে হতে পারে, তাই না? গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে গেলে সাধারণত পেমেন্টের তথ্য দিতেই হয়, যা নতুনদের জন্য একটি বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু মজার ব্যাপার হলো, একটি বিশেষ কৌশলে আপনি পেমেন্টের তথ্য না দিয়েই আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে পারবেন! চলুন জেনে নিই সেই সহজ কৌশলটি।

শুরু করা যাক: Google Ads অ্যাকাউন্ট তৈরির প্রথম ধাপ

গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরির প্রথম ধাপে গুগল সার্চে "google ads" লিখে খুঁজুন। স্পন্সরড লিংকগুলো এড়িয়ে ads.google.com লেখা লিংকটিতে ক্লিক করে একটি নতুন ট্যাবে খুলুন। এরপর নতুন যে পেইজটি আসবে, সেখানে "Sign in" অথবা "Start now" অপশনটি খুঁজে বের করে ক্লিক করুন। তারপর "New Google Ads account" অপশনটি সিলেক্ট করে আপনার নতুন অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া শুরু করুন।



বাধা বিপত্তি: পেমেন্ট তথ্যের ফাঁদ!

আপনি হয়তো ভাবছেন, অ্যাকাউন্ট খোলা তো শুরু হলো, এখন কাজ শেষ! কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল চ্যালেঞ্জ। নতুন অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়ায় আপনাকে "Create your first campaign" নামক একটি পেইজে নিয়ে যাওয়া হবে, যেখানে "Skip" বা "এড়িয়ে যান" বলে কোনো অপশনই থাকবে না! বিজনেসের তথ্য, ওয়েবসাইটের লিংক ইত্যাদি বিভিন্ন ধাপ পেরিয়ে শেষমেশ আপনাকে পেমেন্ট সম্পর্কিত পেইজে নিয়ে আসা হবে। এখানে আপনাকে বিলিং কান্ট্রি, টাইম জোন এবং কারেন্সি সিলেক্ট করে কন্টিনিউ করতে বলা হবে, যা আপনাকে পেমেন্টের পদ্ধতি যোগ করতে বাধ্য করবে। এই ধাপটি এড়িয়ে যাওয়ার জন্যই আমাদের মূল কৌশলটি প্রয়োগ করতে হবে।



চালাকির চাবি: 'হেল্প' অপশনই আপনার সমাধান!

ঠিক এই পেমেন্ট ইনফরমেশন পেইজে বা এর আগের যেকোনো পেইজে থাকা অবস্থায়, নিচের দিকে একটি জরুরি অপশন দেখতে পাবেন - "Help articles"। এটিই আপনার বাঁচার পথ! এই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে ডান পাশে একটি কুইক হেল্প (Quick help) উইন্ডো ওপেন হবে।



ড্যাশবোর্ডের জাদুকর: চূড়ান্ত পদক্ষেপ!

কুইক হেল্প উইন্ডোর সার্চ বারে "dashboard" শব্দটি লিখে সার্চ করুন। সার্চ রেজাল্ট থেকে প্রথমে "Dashboard: Definition" লেখাটিতে ক্লিক করুন। এরপর যে নতুন তথ্য আসবে, সেখান থেকে "Create and edit dashboards" নামক নীল রঙের লিংকটিতে ক্লিক করুন। সবশেষে, "To create a new dashboard" সেকশনের অধীনে থাকা তিন নম্বর পয়েন্টে "Click Dashboards" নামক লিংকটিতে ক্লিক করুন। এই শেষ লিংকটিতে ক্লিক করার সাথে সাথেই অবিশ্বাস্যভাবে আপনাকে পেমেন্ট মেথড ছাড়াই সরাসরি Google Ads-এর মূল ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে!



অভিনন্দন! পেমেন্ট ছাড়াই আপনার Google Ads অ্যাকাউন্ট প্রস্তুত!

ড্যাশবোর্ডে আসার পর আপনি দেখতে পাবেন আপনার Google Ads অ্যাকাউন্ট সফলভাবে তৈরি হয়ে গেছে। এখন আপনি মনের সুখে "New campaign" বাটনে ক্লিক করে কোনো ধরনের পেমেন্ট তথ্য যোগ না করেই ক্যাম্পেইন তৈরি ও অনুশীলনের কাজ করতে পারবেন। এই পদ্ধতিতে আপনি প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত কোনো তথ্য না দিয়েই শুধুমাত্র অনুশীলনের জন্য একটি Google Ads অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন।

তাহলে আর দেরি কেন? যারা Google Ads শিখতে আগ্রহী বা ক্যাম্পেইন সেটআপের জন্য অনুশীলনের একটি প্ল্যাটফর্ম খুঁজছেন, এই পদ্ধতিটি তাদের জন্য দারুণ কার্যকর। পেমেন্টের চিন্তাভাবনা ছাড়াই এখন আপনি আপনার Google Ads দক্ষতা বাড়িয়ে নিতে পারবেন। শুভকামনা!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url